বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা এবং ক্যারাম প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ৬ দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৫ জানুয়ারি শেষ হবে। নিজেদের দক্ষতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৪ হলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ হেলাল উদ্দীন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো আসাদুজ্জামান সরকার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম এবং বিভিন্ন হলের প্রভোস্টসহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড এ.কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মন প্রফুল্ল থাকে। এছাড়াও, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ বিকাশ এবং নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমানে হলের শিক্ষার্থীরা আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।