ওরল্যাবস-এর উদ্যোগে “ল্যাবরেটরি ডে ২০২৫” ও এসএসসি ২০২৪ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ, ২৪ জানুয়ারি ২০২৫, বিকেল ৪:০০ টায় রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল মিলনায়তনে ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি (ওরল্যাবস)-এর উদ্যোগে “ল্যাবরেটরি ডে ২০২৫” এবং রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের এসএসসি ২০২৪ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৬৯ সালের প্রথম দিকের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সাদেকুল ইসলাম, ১৯৭৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী আব্দুন নোমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোশারফ হোসেন, মুন্তাসির আহম্মদ, পি কে ফরহাদ, এবং বর্তমান শিক্ষক মুশফিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটির সম্পাদক ডা. মো. হাবিবুল ইসলাম। তিনি ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি স্কুল প্রতিষ্ঠা ও অ্যালামনাই গঠনের ইতিহাস তুলে ধরেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মো. আতিকুর রহমান লাবু। বিশেষ বক্তব্যে রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আবেগঘন। তবে স্কুলের প্রধানকে না পাওয়া আমাদের জন্য হতাশাজনক। এই দিনটি স্কুলের নিজ উদ্যোগে উদযাপন করা উচিত। এই স্কুলের ছাত্ররা ভবিষ্যতে দেশ-বিদেশে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা প্রত্যাশা করি।”

ওরল্যাবস-এর সহ-সভাপতি প্রকৌশলী আব্দুন নোমান প্রাক্তন ছাত্রদের ঐক্য ও সহযোগিতার ওপর জোর দেন এবং ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীকে ওরল্যাবসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের এসএসসি ২০২৪ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা। পরে একটি কেক কেটে স্কুলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি সুলতান চাগতাই তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের আয়োজক এবং সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানান। তিনি অতিথিদের বক্তৃতার মাধ্যমে স্কুলের কৃতিত্ব ও গৌরবময় ইতিহাস তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।