রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৬৬তম পাক্ষিক নিয়মিত সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৬৬তম পাক্ষিক নিয়মিত সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভাটি শুরু হয় সভাপতি রোটারিয়ান শিউলি হাসান এর কল টু অর্ডার দিয়ে। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিপি হাসিবুল হাসান নান্নু এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান আতিকুর রহমান।

রোটারিয়ান ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ, আইপিপি, নতুন সদস্যদের স্বাগত জানান। এ সভায় রোটারি প্রথমবারের মতো বৈচিত্র্য, সাম্য এবং অন্তর্ভুক্তি (ডিইআই) এর মাধ্যমে তৃতীয় লিঙ্গের মোহনা, ও অন্যান মো. আবুল বাসার পল্টু, এবং মো. মাহবুবুর রহমান কে সদস্যপদ প্রদানের প্রস্তাব করেন। সভায় সাম্প্রতিক ক্লাব প্রকল্প, চলমান কার্যক্রম, জেলা কার্যক্রম এবং আসন্ন জনসচেতনতা প্রকল্প রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কম্বল বিতরণ কর্মসূচি (যা সোমবার বিকালে অনুষ্ঠিত হবে) নিয়ে আলোচনা হয়।

সভায় রোটারিয়ান ডা. তাহসিনা শামীম তাসু, রোটারিয়ান শরিফুল হক, এবং রোটারিয়ান ড. গোলাম মাওলা ক্লাব পিকনিক এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে মতামত দেন। নির্বাচিত সভাপতি রোটারিয়ান মো. মিজানুর রহমান তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের একটি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এই প্রকল্প তদারকির জন্য একটি উপকমিটি গঠন করা হয়।

আহ্বায়ক: রোটারিয়ান মো মিজানুর রহমান
সদস্যবৃন্দ: প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, রোটারিয়ান ড. গোলাম মাওলা, রোটারিয়ান মো. মোস্তাফিজুর রহমান রিলিজ এবং রোটারিয়ান মো. সাব্বির হোসেন
ক্লাব পিকনিক আয়োজনের জন্য আরেকটি উপকমিটি গঠন করা হয়:

আহ্বায়ক: রোটারিয়ান ড. গোলাম মাওলা
সদস্যবৃন্দ: রোটারিয়ান আতিকুর রহমান, রোটারিয়ান মো. আলী আশরাফ রোকন, এবং রোটারিয়ান মো. আখলাকুর রহমান বাবু
নতুন সদস্য মোহনা, মো. মাহবুবুর রহমান, এবং মো. আবুল বাসার পল্টু তাদের পেশাগত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ প্রকল্পে অবদানের বিষয়ে আলোচনা করেন।

সভা শেষে রোটারিয়ান মো. আলী আসরফ রোকন সবাইকে ধন্যবাদ জানান তাদের অফিসকে সভার ভেন্যু হিসেবে নির্বাচিত করার জন্য। সবাই সুস্থ ও ভালো থাকার প্রত্যাশা রেখে রোটারি ঘণ্টা বাজিয়ে সভা মুলতবি ঘোষণা করা হয়।