এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রোটারি ক্লাব অব গুলশান এর বিশেষ জনহিতকর কর্মসূচি হিসেবে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কম্বল প্রদান ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ক্লাব সমাবেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে গতকাল ২৭ জানুয়ারী ২০২৫ বিকেল ৪ঃ৩০ মিনিট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান প্রফেসর মো. হবিবুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ, রাজশাহী সরকারি কলেজ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. ফকরুল ইসলাম, এম.পি.এইচ.এফ, বি; পাস্ট প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব গুলশান। তিনি রোটারি চারিধারা ও রোটারিয়ানদের কার্যক্রমের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।
রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের আই.পি.পি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, "এ ধরনের বিশেষ জনহিতকর কার্যক্রম, বিশেষ করে পাবলিক প্রতিষ্ঠানে রোগীদের সেবায় কম্বল প্রদান, ব্যক্তি পর্যায়ে প্রদানের চেয়ে অনেক বেশি কার্যকর। ভবিষ্যতে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উন্নয়নে ক্লাব সর্বাত্মক সহযোগিতা করবে।" অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন, ডিরেক্টর, অতিথি ডা. মো. তাজমিলুর ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মো. এনামুল হক, কোষাধ্যক্ষ, খন্দকার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসান, চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, রোটারিয়ান ডা. তাহসিনা শামীম তাসু, রোটারিয়ান ইঞ্জি. মো. শরিফুল হক, রোটারিয়ান ডা. গোলাম মাওলা, এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান ও রোটারিয়ান মো. আতিকুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের প্রথম রোটারিয়ান মোহনা, রোটারিয়ান আবুল বাসারকে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নতুন সদস্য হিসেবে অভিনন্দন জানিয়ে রোটারি পিন পরিয়ে দেওয়া হয়।
প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান প্রফেসর মো. হবিবুর রহমান সকল রোটারিয়ানদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য ফর্ম প্রদান করেন। অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন সবাইকে রোটারিতে যোগদানের আহ্বান জানান ও তিনি নিজেও রোটারিতে যোগদানের অনুরোধ জানান।