শেকৃবিতে ডিবেটিং সোসাইটির রজত জয়ন্তী উদযাপন

শেকৃবি প্রতিনিধি: আজ ৭ ফেব্রæয়ারি শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি রজত জয়ন্তী ও নবীনবরণ ২০২৫ আনুষ্ঠানের আয়োজন করে।

বিকাল ৪:০০ টায় শেকৃবি ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্য এবং নবীনদের নিয়ে এক জমকালো র‌্যালির আযোজন করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে কৃষি অনুষদ, এম মহবুবউজ্জামান একাডেমিক ভবন, অপরাজিতা ২৪ হল ও বেগম সৈয়দুন্নেছা হলের সম্মুখ হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় বিতার্কিকগণ রঙিন বেলুন উড়িয়ে ও নেচে গেঁয়ে আনন্দ উল্লাশ করে। র‌্যালিতে শেকৃবি এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, শেরেবাংলা হলের প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ এবং ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম তুহিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মল্লিক এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ আহমেদ আশিক ও সভাপতি কাইয়ুম কাফি উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে শুরু হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির এলামনাইদের স্মৃতিচারণ অনুষ্ঠান। এই পর্বে দেশের বাইরে থেকেও অনেক এলামনাই অনলাইনে ভিডিও কলে তাদের স্মৃতি চারণ করেন।

এরপর শুরু হয় “এই সংসদ মনে করে দেশের স্বার্থে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্কে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সরকারী দল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিরোধী দলের ভুমিকা পালন করে। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন শেকৃবি ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মল্লিক ও অন্যান্য এলামনাইবৃন্দ। পর্বটিতে উভয় দলকেই বিজয় ও বিজিত ঘোষনা করা হয়।