DLS মহাপরিচালক-এর সাথে দি ভেট এক্সিকিউটিভ কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরএর মহাপরিচালক ডঃ মোঃ আবু সুফিয়ান এর সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন দি ভেট এক্সিকিউটিভ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। ১১ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বিকেল ৫ টায় প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দি ভেট এক্সেকিউটিভ-এর সভাপতি ডা. মোঃ রেজাউল করিম মিয়া ৫ই আগস্ট পরবর্তী পটভূমি উপস্থাপন পূর্বক বিভিন্ন কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন ।

মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন তার বক্তব্যে ৭৫০০ প্রাইভেট ভেটেরিনারিয়ান এর মান সম্মত কর্ম পরিবেশ তৈরি করার জন্য নীতিমালা প্রণয়নের গুরুত্ব আরোপ করেন এবং ভেটেরিনারি পেশার বহুমুখী সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মক্ষেত্র তৈরির আহ্বান করেন । মহাপরিচালক ডঃ মোঃ আবু সুফিয়ান তার বক্তব্যে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে প্রাইভেট ও পাবলিক ভেটেরিনারিয়ান এক জোট হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রাইভেট ভেটেরিনারিয়ানদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করার আশ্বাস প্রদান করেন।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ডা. এইচ এম নজমুল হক, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম,সহসভাপতি ডা.মো: আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ডা. মো: শাহজাহান সাজু, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম স্বরন এবং ভেট এক্সেকিউটিভ উপদেষ্টা ডা.কবির উদ্দিন আহমেদ।

সভায় আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোঃ তারেক হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।