বগুড়ায় ফয়জুল উলুম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার চকলোকমান ফয়জুল উলুম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

ফয়জুল উলুম মাদ্রাসার সভাপতি সৈয়দ ওয়াসিম আহমেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার এটিএম আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলী,খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার,পিডিপি'র নির্বাহী বজলুর রহমান,সাংবাদিক সাইদুজ্জামান তারা,দেশ টিভির জেলা প্রতিনিধি সঞ্জু রায়,সমাজ সেবক রাশেদুল রহমান মরিস,শরিফ উদ্দিন সহ স্থানীয় শিক্ষানুরাগী,গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।