এগ্রিলাইফ২৪ ডকম: রাজশাহীর বিএমডিএ জেমনেসিয়ামে আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭টায় আরটিএন ইঞ্জিনিয়ার শরীফুল হকের পিআরএল অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত হয় । বিএমডিএর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আরটিএন শরীফুল হককে সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।
অনুষ্ঠানে শরীফুল হকের সোনালী সময়ের সাথী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তার কৃতিত্ব তুলে ধরেন। তাদের মধ্যে রয়েছেন ৮২ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এমডি মুজিবুল হক, মুনশি শরিয়ার কবির, মো আলতাফ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আখতার হোসেন, মো. সোহেল নেওয়াজ, মো. হাফিজুল ইসলাম দিলীপ, প্রফেসর ড. রুস্তম আহমেদ, মোঃ সালাহ উদ্দিন, মোঃ শাহিদুর রহমান, মো. নুর ইসলাম এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান, সেক্রেটারি রোটারিয়ান মোঃ আতিকুর রহমান এবং যুগ্ম কোষাধ্যক্ষ রোটারিয়ান ড. তাহাদিন শামীম তাসু।
এছাড়াও, অনুষ্ঠানে শরীফুল হকের সহধর্মিণী জিন্নাত রহমান, মাতা শিরিনা বেগম এবং পুত্র মো. নাফিস অ্যান্টিক শরিয়ার উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে শরীফুল হকের জীবন ও কর্মকে সম্মান জানানো সকলে বক্তব্য দেন এবং তার অবদানকে স্মরণ করা হয়। সকলে অনুষ্ঠানে উপস্থিত তার প্রতি শ্রদ্ধা জানান ।