মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেকৃবি-তে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার

শেকৃবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মাদক বিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও এক সেমিনার অনুষ্ঠিত হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছিল মাদকের নিয়ন্ত্রণে রাজনৈকিত স্বদিচ্ছাই যথেষ্ট’। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী’র সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শ্রেষ্ঠ বিতার্কিক হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ অসিউল হাসান।

বিতর্ক প্রতিযোগিতায় ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম শওকত ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোঃ খুরশিদ আলম চঞ্চল।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।