শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল-টেনিস ও দাবা চ্যাম্পিয়নশিপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।
শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নুরউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এছাড়াও প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মোঃ ফিরোজ মাহমুদ, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, সহকারী প্রক্টর অধ্যাপক মোঃ আখতার হোসাইন, শরীরচর্চা শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন শক্তি দেব ভট্টাচার্য্য অয়ন। রানার আপ হয়েছেন এস. এম. আল-সাবা সেতু। নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন নাদিয়া ইসলাম ও রানার আপ হয়েছেন অঞ্জনা ইসলাম। পুরুষ দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মুজতাবা হোসাইন আতিক ও সরকার এম এ হাদি এবং রানার আপ হয়েছেন মহিউদ্দিন সাইফ ও তামজি আল সাইফ। নারী দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নাদিয়া ইসলাম ও বৃষ্টি মÐল এবং রানার আপ অঞ্জনা ইসলাম ও সাদিয়া রাইসাত তন্বী।
টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে চ্যাম্পিয়ন মো. রাফিউল ইসলাম রাফি ও রানার আপ আবুল খায়ের রাফি। নারী এককে চ্যাম্পিয়ন নীতা খাদকা ও রানার আপ নাদিয়া ইসলাম। পুরুষ দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মো. রাফিউল ইসলাম রিফাত ও মো. মেকাইল হোসাইন পারভেজ এবং রানার আপ এ. এন. এম. শাহীরুল ইসলাম ও মো. সুজন আলী। নারী দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নীতা খাদকা ও রিতু চালিসে এবং রানার আপ নাদিয়া ইসলাম ও শান্তা ইসলাম।
দাবা প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন আহমেদ ইশতিয়াক নিরব ও রানার আপ অপূর্ব ঘোষ এবং নারীদের মধ্যে চ্যাম্পিয়ন মুমতাহিনা সাফ্ফাত ও রানার আপ নুসরাত জাহান নদী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, আমরা আগামীতে ক্রীড়া প্রতিযোগিতার জন্য বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করব, যাতে করে শিক্ষার্থীদেরকে বছর জুড়ে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারি। অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদেরকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, মেডল ও সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।