বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের বৃহত্তম পত্রিকাভিত্তিক প্রতিযোগিতা 'দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড' এর ময়মনসিংহ আঞ্চলিক পর্ব।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে বাকৃবি প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন, এবং তাদের সবাইকে সনদপত্র ও সৌজন্য উপহার দেওয়া হয়।
প্রতিযোগিতাটি তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়- ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি), ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।
নিউজপেপার অলিম্পিয়াডের ময়মনসিংহ অঞ্চলের ডিভিশনাল কো-অর্ডিনেটর নুসরাত জাহান বলেন, "গণমাধ্যমের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। সংবাদপত্র পাঠের অভ্যাস শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে সহায়ক হবে।"
উল্লেখ্য, জাতীয় পর্বের বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকা পুরস্কার, মিডিয়া ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণকারীরা দেশের খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গেও সাক্ষাৎ করার সুযোগ পাবেন।