বাকৃবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পশুপালন অনুষদের শিক্ষার্থী মো আজিজুল হক এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো পিয়ার হোসেন মাসুম সদস্যসচিব মনোনীত হয়েছে।
শনিবার সংগঠনটির আহবায়ক মো আজিজুল হক নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো হাফিজুল ইসলাম হাফিজ ,যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, আল নূর রাজু, আসিফ শাওন, মাশহুর খান মহান ও মোনালিসা। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিয়া ইবনাত লামিয়া।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ ওমর আসিফ , যুগ্ম সদস্য সচিব ড. মো আসিফ শেখ আকাশ, জুলফিকার সুলতান, আবদুল্লাহ বিন আতাউর, ফুয়াদ বিন আমিন, নাহিদুল ইসলাম, সোহেল আহমেদ, মো সাদউদ্দিন পারভেজ, আবদুল্লাহ আল সিফাত ও মো ফাহাদ এনাম। মুখ্য সংগঠক মো মাসুদ রানা, সংগঠক হয়েছেন মো আতাহার ফিদা, মো রেজুয়ান খান, মানিক মিয়া, নাহিদ উদ দৌলা, মো আরফানুল হক। এছাড়া সহ মুখপাত্র হয়েছেন মো ফারহানা আক্তার, সাবিহা আক্তার কানন, সাদিয়া আফরিন।
সদস্য হিসেবে রয়েছেন তানভীর রহমান ইমন, মো ইমরান হোসেন, মো আব্দুল মোমিন, রাসেল হাসান ও আলাউদ্দিন আহমেদ, মো ইমন হাসান, মো মনসুর আহমদ, নূর জামান, মো ফারুক হোসাইন, মো আব্দুল কাদির শুভ ও জাহিদ হাসান।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো আজিজুল হক বলেন, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের আন্দোলনে অংশ নিতে গিয়ে দেশে প্রায় ১৪০০ জন শহীদ এবং অনেকেই আহত হয়েছেন। এতেও আমরা পিছপা হইনি। ভবিষ্যতেও যেকোনো ফ্যাসিবাদ রুখে দিতে আমরা পিছুপা হবো না ইনশাআল্লাহ। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে বাকৃবি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে।
কমিটির সদস্য সচিব মো পিয়ার হোসেন মাসুম বলেন, যারা নানান কারণে সরাসরি কমিটিতে যুক্ত হতে পারেননি, তাদের অবদানও অনস্বীকার্য। প্রত্যেকের সমর্থন, অংশগ্রহণ, আর ঐক্যই আমাদের শক্তি। জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করব। তাই যারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আগ্রহী,তারা আসুন,একসাথে মিলে কাজ করি।