এগ্রিলাইফ প্রতিনিধি: খুলনা শহরের একটি অভিজাত হোটেলে (বুধবার ১২ মার্চ) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ- কেআইবি , খুলনা চ্যাপ্টারের দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ আয়োজন করা হয়। কেআইবি খুলনা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে মাহে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন কুরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসর প্রাপ্ত প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহেল বাকী।
ড. বাকী মহাগ্রন্থ আল কুরআন ও হাদীসের আলোকে রমজানের তাৎপর্য আলোচনা করেন। কেআইবি খুলনা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ ডাঃ অরুন কান্তি মন্ডলের স্বাগত বক্তব্য দেন। তিনি খুলনা চ্যাপ্টারের অধিকাংশ কৃষিবিদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ সফলভাবে আয়োজন হয়েছে বলে আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেআইবি’র আজীবন সদস্য কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনার অবসর প্রাপ্ত অধ্যক্ষ বর্তমানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস খুলনা কৃষি বিশ্ববিদ্যলয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় মনোনয়নকারী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষিবিদ ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
কৃষিবিদ ফেরদৌস শুভেচ্ছা বক্তব্যে বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাকে সিন্ডিকেট সদস্য মনোনীত করায় খুলনার সর্বস্তরের কৃষিবিদগন যে সম্মান দেখালেন ও উচ্ছ্বাস প্রকাশ করলেন তাতে আমি ম্বচ্ছ ও সততার সাথে নিজ দায়িত্ব পালনে উৎসাহবোধ করছি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য সংরক্ষণ) কৃষিবিদ মিজান মাহমুদ।
খুলনায় অবস্থানরত বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও কোম্পানীতে কর্মরত দেড় শতাধিক কৃষিবিদ দোয়া ও ইফতার মাহফিলে যোগদান করেন।