এগ্রিলাইফ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান স্মরণে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
ডিএলএস কনফারেন্স রুমে বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ডা. আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের আহবায়ক ডা. সফিউল আহাদ সরদার স্বপন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান, পরিচালক (সম্প্রসারণ) ডা. শামসুন্নাহার আহম্মদ পপি, ভেট এক্সিকিউটিভের সভাপতি ডা. রেজাউল করিম মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের প্রাণিসম্পদ উন্নয়নে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্যাবের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ।