বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফজলুল হক হল প্রিমিয়ার লিগ ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই প্রিমিয়ার লিগের আয়োজন করে ফজলুল হক হল কর্তৃপক্ষ। এবারের লিগে চ্যাম্পিয়ন হয়েছে ‘ক্রিপটিক ইলেভেন’ এবং রানার্সআপ হয়েছে ‘ডার্ক হর্স’।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ওই হলের কমন রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়াও অনুষ্ঠানে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড আহমদ খায়রুল হাসান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড মো আমির হোসেন, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাভিদুল ইসলাম ভূঞাঁ , ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মতিউর রহমান এবং বাংলাদেশ মংস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল আওয়ালসহ হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। এছাড়া নেতৃত্বের গুণাবলি অর্জনের জন্য খেলাধুলায় অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে, যা হলের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার্থীদের এই ধরনের কার্যক্রমে সবসময় সমর্থন থাকবে।”