বাকৃবিতে রোভার স্কাউটের উদ্যোগে স্কাউট'স ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট'স ওন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে দুই ধাপে এই আয়োজন সম্পন্ন হয়। প্রথম অংশে স্কাউট'স ওন এবং পরবর্তীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউটদের সমাজসেবামূলক কাজ এবং নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার বিষয়টিও তিনি প্রশংসা করেন। রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে স্কাউটরা সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী বলেন, স্কাউটিং সবসময়ই তার কাছে আকর্ষণীয় একটি বিষয়। স্কুলজীবনে তিনি গার্লস গাইডের সাথে যুক্ত ছিলেন এবং তার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, স্কাউটরা সাধারণ মানুষের তুলনায় একটু আলাদা মানসিকতা ও দক্ষতা অর্জন করে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করার এবং দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাকৃবি গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম জানান, স্কাউট'স ওন মূলত রমজান মাসেই আয়োজন করা হয়। এটি একটি অনুপ্রেরণামূলক ও অনানুষ্ঠানিক আয়োজন, যা স্কাউটিং কার্যক্রমের একটি অংশ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করতে রোভার স্কাউটরা কঠোর পরিশ্রম করছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।