শাহজালাল হলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকৃ‌বি প্রতি‌নি‌ধিঃ পবিত্র রমজানের তাৎপর্য ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাহজালাল হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় হলের ব্যাডমিন্টন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখার আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান, হাউজ টিউটর (জেনারেল) মো. আরিফ খান পাঠান, হাউজ টিউটর ডা. মো. রফিকুল ইসলাম এবং এস. এম. শাহরিয়ার। এছাড়াও ওই হলের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান জানান, মানবজাতির জন্য রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এই পবিত্র মাসে হলের সিনিয়র-জুনিয়রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যে এই ইফতার আয়োজন করা হয়, যা হলের শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

এই ইফতারের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় চর্চা করছে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করছে, যা সত্যিই মনোমুগ্ধকর। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখা হবে।