বাকৃবিতে এ্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ও জিয়া পরিষদ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বাকৃবির কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড. মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "গত ১৭ বছরে আমরা আমাদের রাজনৈতিক আদর্শ থেকে সরে আসিনি এবং ভবিষ্যতেও কোনো আপস করবো না। গণতান্ত্রিক অধিকারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা আশা করি সরকার দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।"

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা অনুযায়ী একে অপরের জন্য দোয়া করা উচিত এবং আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছেন।