এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত

এগ্রিলাইফ২৪ ডটকম: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এ যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ৬.০৬ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০.৩০ ঘটিকায় সকল শিক্ষক, কর্মকর্তাগণ সম্মলিত ভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন অফিস প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উক্ত অনুষ্ঠানের আহবায়ক ড. মোঃ সাহেব আলী প্রামানিক -এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ড. মোঃ মাহাবুবুর রহমান ও বিশেষ অতিথি ব্যবসা প্রশাসন অনুষদের এ্যাসোসিয়েট ডীন জনাব মোঃ ইউসুফ হোসেন খান ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ শাহারিয়ার কবির। স্বাগত বক্তব্য রাখেন“ মোঃ আবু সায়েম, ডীন ((ভারপ্রাপ্ত),কৃষি অর্থনীতি ও গ্রামীন উন্নয়ন অনুষদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৭১ সালে বাঙ্গালির উপর পাকিস্থান হায়েনা কর্তৃক অত্যাচারের ভয়াবহ চিত্র সবার সামনে তুলে ধরেন ও স্বাধীনতার চেতনা সবার মনে জাগ্রত রেখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহŸান জানান। তিনি সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহŸান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের , ব্যবসা প্রশাসন অনুষদের প্রধান এসএম ফরিদুল ইসলাম, প্রক্টর, জনাব ইকবাল মোঃ মাযহারুল ইসলাম, ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যের পর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।