শ্যামনগর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন-উল-মুলক এর স্মরণ সভা আয়োজনের জন্য প্রস্তুতি সভা

এগ্রিলাইফ২৪ ডটকম: শ্যামনগর উপজেলার বিশিষ্ট সমাজসেবক, সাবেক সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মরহুম এস এম মহসিন-উল-মুলক স্মরণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ শুক্রবার ( ৪ এপ্রিল) সন্ধ্যায় ঈশ্বরীপুর বাজারে এ সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার সফিউল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ ও আশেক-ই-এলাহী মুন্না।

এছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) ড. এস এম ফেরদৌস, যুবনেতা জহুরুল হক আপ্পু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুইট, হাফিজ আল আসাদ কল্লোলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মরহুম মহসিন-উল-মুলক ছিলেন একজন প্রগতিশীল ক্রীড়া সংগঠক ও নিষ্ঠাবান সমাজসেবক। তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়, যেখানে তিনি কারাগারে রহস্যজনক মৃত্যুবরণ করেন। দুঃশাসনের কারণে তাঁর স্মরণে কোনো আনুষ্ঠানিক সভা আয়োজন করা সম্ভব হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে নির্যাতিত নেতাকর্মীদের সম্মান জানাতে ও তাঁর স্মৃতি সংরক্ষণে একটি স্মরণ সভার আয়োজন করা জরুরি।

সভায় দ্রুত সময়ের মধ্যে স্মরণ সভার দিনক্ষণ নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক এস এম রেজাউল করিম।