বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সকল সদস্য মন্ডলীর সিদ্ধান্ত মোতাবেক বিগত সময়ে তারেক জিয়ার প্রজন্ম দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য দলীয়ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও আশা করছি, আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ-অনুপ্রেরণা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমাদের দলকে পরিচালনার জন্য আপনাকে উপদেষ্টা হিসেবে পেতে বিশেষভাবে অনুরোধ করছি।"
মাহফুজুর রহমান জানান, জিয়াউর রহমানের আদর্শ বুকেই ধারণ করে ছোট থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। সেই কাজের প্রতিদানস্বরূপ আজকের এই নিয়োগ। বেঁচে থাকা পর্যন্ত জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও দেশবাসীর সেবা করতে চায়। দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়।