DAE- সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক পদে যোগদান করলেন কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন

মো. জুলফিকার আলী: কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালকের যোগদান উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান আজ ৩০ এপ্রিল২০২৫ সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেটে অতিরিক্ত পরিচালক পদে যোগদান করেন- কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীর পারস্হ কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে সিলেট অঞ্চলের (বিসিএস)-এর কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশন) এর আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটে কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগেঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো: আকতারুজ্জামান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ ড. মোছ: কহিনূর বেগম। এছাড়াও সিলেট জেলার অতিরিক্ত উপপরিচালক, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।