শেকৃবিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস-২০২৫ পালিত

শেকৃবি প্রতিনিধি: বৃহস্পতিবার (১ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে যথাযোগ্য মর্য়াদায় বিশ্ব শ্রমিক দিবস/ মহান মে দিবস-২০২৫ পালিত হয়। সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালরেয়র প্রশাসানক ভবনের সামনে থেকে একটি র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সম্মুখ হয়ে, কৃষি অনুষদ ও এম মহবুবউজ্জামান ভবন হয়ে পুনরায় প্রসাসনিক ভবনের সামনে এস শেষ হয়।

র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন আমরা সকলে বাংলাদেশ সরকারের কর্মচারী, কেউ উচ্চ পদে কেউ আবার নিম্ন পদে শ্রম দিয়ে থাকি। ১৮৮৬ সালের এই দিনে দৈনিক ৮ ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যদা আদায়ে লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রকিদের রক্তক্ষয়ী সংগ্রামে ১৩ জন শ্রমিক মারা যান। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আইনের ব্যত্যয় না ঘটিয়ে আপনাদের সকল যৌক্তিক দাবি দাওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক মোঃ লুৎফুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেকৃবি’র ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, উদ্যানতত্ব খামারের ইন-চার্য অধ্যাপক ড. খালেদা খাতুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খামারের সভাপতি ও পরিকল্পনা উন্নয়ন ও ওয়াকর্স এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালেয়র কেন্দ্রীয় খামার ও উদ্যানতত্ব খামারের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।