২০০৫-০৬ ব্যাচের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুরে পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনায় ২০০৫-০৬ ব্যাচের উদ্যোগে আজ শুক্রবার (২ মে) ইনস্টিটিউটের অডিটরিয়ামে পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রাঃ অধ্যক্ষ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অবঃ আঞ্চলিক বীজ প্রত্যয়ণ অফিসার কৃষিবিদ অশোক কুমার শর্মা, অবঃ সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ বুদ্ধদেব সেন, ভোমরা স্থল বন্দরের সংগনিরোধ উপপরিচালক কৃষিবিদ কাজী শাহনেওয়াজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর মূখ্য প্রশিক্ষক কৃষিবিদ মোছাঃ রীনা খাতুন, খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. রুবায়েত আরা। সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন পুনর্মিলনী কমিটির সদস্যবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে ড. এস এম ফেরদৌস বলেন, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানকার পরিবেশ খুবই শিক্ষা গ্রহণের জন্য উপযোগী ও মনোমুগ্ধকর। তিনি বলেন, ইনস্টিটিউটে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে ছাত্র-ছাত্রীদের আন্তরিকতায় মুগ্ধ ছিলাম। এখানকার শিক্ষর্থীরা খুবই বিনয়ী এবং দায়িত্বশীল আচরণ করে থাকে। তিনি পুনর্মিলনীতে আগত ডি. কৃষিবিদদের নিজ নিজ পেশায় খ্যাতি প্রদর্শনের জন্য দক্ষতা উন্নয়নে স্বচেষ্ট হওয়ার আহবান জানান। সংবর্ধিত অতিথিরা ২০০৪-০৫ সালে অধ্যয়নরত ছাত্রদের একাডেমিক বিষয়াদি স্মরণ করে বলেন, লেখা-পড়ায় তখনকার ছাত্র-ছাত্রীরা যথেষ্ট দায়িত্বশীল ছিল। সেকারণেই তখনকার মোট ছাত্র-ছাত্রীদের প্রায় শতকরা ৩১ ভাগ বিভিন্ন পেশার সরকারি চাকুরীতে প্রতিষ্ঠিত এবং অন্যান্যরা নিজ যোগ্যতায় স্ব-স্ব পেশায় প্রতিষ্টিত হতে পেরেছে।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছিলেন। কিন্তু বিভাগীয় জনগুরুত্বপূর্ণ কাজে তিনি সাতক্ষীরাতে অবস্থান করায় অনুষ্ঠানে সঠিক সময়ে যোগদান করতে পারছেন না। তিনি পুনর্মিলনীতে আগত আগত সকল ডি. কৃষিবিদের কর্ম জীবনের সফলতা সু-স্বাস্থ্য কামনা করেছেন। কৃষিবিদ নজরুল পুনর্মিলনী আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এধরনের আয়োজনের মাধ্যমে অনেক দিন পর সকলের সাথে দেখা করার সুযোগ হয় এবং নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা সকলের সাথে বিনিময় করা যায়।

পুনর্মিলনী-২০২৫ এর প্রধান সমন্বয়ক খুলনা টাউন নার্সারীর উপ-সহকারী উদ্যান অফিসার ডি. কৃষিবিদ শেখ মনজুর আলম সুত্রে জনা যায়, ২০০৪-০৫ সালে ১৯১ জন ছাত্র-ছাত্রী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর হতে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে। যার মধ্যে ৪১ জন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী কৃষি অফিসার, ১৩ জন মাধ্যমিক বিদ্যালয় /মহাবিদ্যালয়ের শিক্ষক, ৩ জন প্রাইমারী শিক্ষক, ৩ জন ব্যাংকার, কয়েকজন প্রবাসে এবং অবশিষ্টরা নিজ পেশায় উদ্যোগী হিসেবে সু-প্রতিষ্ঠিত। সহপাঠীদের মধ্যে ৪ জন ইতিমধ্যে পরলোকগমন করেছেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউটে অবস্থানকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য দেন খালিশপুর রোটারী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফাতেমা-তুজ-জান্নাত ও সাতক্ষীরা মাই টিভি’র প্রতিনিধি মোঃ ফয়েজ-উল হক। অপরাহ্নে প্রাক্তন ছাত্র-ছাত্রদের অংশগ্রহণে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডি. কৃষিবিদ শেখ মনজুর আলম।