বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুরু হওয়া ৩১ দিনব্যাপী এ আবেদন প্রক্রিয়া আগামী ২৫ মে পর্যন্ত চল‌বে ।  শুক্রবার (২ মে) বিকা‌লে এই তথ‌্য নি‌শ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। 

তিনি আরও জানান, বাকৃবিতে ভর্তি প্রার্থী হতে হলে একজন বিদেশি শিক্ষার্থীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন- ১. আগ্রহী প্রার্থীকে অবশ্যই ১২ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে বাংলাদেশের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি/১২তম গ্রেড)-এর সমমানের কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের এইচএসসি পরীক্ষার সমমানের গ্রেড প্রাপ্ত হতে হবে ২. আবেদনপত্রের সঙ্গে ১২তম গ্রেড পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে ৩. একটি অনুমোদিত স্বাস্থ্য সনদ জমা দিতে হবে, যেখানে প্রমাণ থাকতে হবে যে, প্রার্থী কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগে আক্রান্ত নন এবং তার কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই।  যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে  ৪. ইংরেজি ভাষায় দক্ষতার একটি সনদ জমা দি‌তে হ‌বে।   

তিনি আরও জানান, পরবর্তীতে সংশ্লিষ্ট অনুষদের ডিন আবেদনকারীর সনদপত্র ও নম্বরপত্র যাচাই করে তার ন্যূনতম মেধার মান নির্ধারণ করবেন। এরপর তাকে ভর্তি পরীক্ষার জন্য সুপারিশ করা হবে। অনলাইনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে একটি ভর্তি প্রস্তাবপত্র (অফার লেটার) পাঠানো হবে। অফার লেটার পাওয়ার পর, প্রার্থীকে নিজ দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নির্ধারিত ফরমে ভর্তি আবেদন করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে জমা দিতে হবে। পরবর্তীতে প্রার্থীর আবেদনপত্র বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাকৃবিতে প্রেরণ করা হলে, তাকে চূড়ান্ত ভর্তি পত্র প্রদান করা হবে। চূড়ান্ত ভর্তি পত্র পাওয়ার পর, নির্ধারিত তারিখে বাকৃবিতে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় প্রার্থীকে তার সকল শিক্ষাগত সনদ ও নম্বরপত্র নিজ দেশের পররাষ্ট্র/শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে মূল কপি জমা দিতে হবে।

ভর্তির ফি সম্পর্কে তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের বাকৃ‌বি‌তে ভর্তির জন্য ভর্তি ফি ২০০ ডলার, সেমিস্টার ফি (লেভেল-১, সেমিস্টার-১) ৫০ ডলার, অন্যান্য ফি ৫০ ডলার এবং প্রথম বর্ষের হল ফি ৮০০ টাকা জমা দিতে হবে। পরবর্তী প্রত্যেক সেমিস্টারে (লেভেল-১, সেমিস্টার-১ ব্যতীত) ফরম ফিলাপের জন্য সেমিস্টার ফি ৫০ ডলার, অন্যান্য ফি ৫০ ডলার এবং হল ফি (প্রথম বর্ষ ব্যতীত) ৫০০ টাকা করে জমা দিতে হবে।