সিলেটে ভেটেরিনারি প্রথম ব্যাচের সাথীদের নস্টালজিক মিলনমেলা

এগ্রিলাইফ২৪ ডটকম:শুক্রবার ৯ মে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসজিভিসি) প্রথম ব্যাচের সাথীদের এক অনবদ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বসুন্ধরায় অবস্থিত কাজী সাঈদের বিনোদন পার্কে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৮ সাথীর মধ্যে ৩০ জন অংশগ্রহণ করেন।  

এই ঐতিহাসিক সমাবেশের আয়োজন ও সমন্বয় করেন ডা. রাকিবুল হাসান তাপস (ইউএলও, ডিএলএস, ব্রাহ্মণপাড়া)। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুক্তার হোসেন এবং মেগা ফিডের ডিজিএম আল্লামা ইকবাল। এছাড়াও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. তসলিম উদ্দিন আকাশ ও ডা. সাগর বৈদ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, ব্র্যাক ডেয়ারির ডা. মো. হারুন অর রশিদ, ব্যাকস্টারের ডা. এনাম আহমেদ কমলসহ আরও অনেকেই।

বিদেশ থেকে যোগ দেন জার্মানির ডা. রাফিজুল হক সিদ্দিকী সোহেল, ময়মনসিংহের ডা. মাহমুদুল হাসান বাবু ও ডা. জুবায়দুল ইসলাম, ইংল্যান্ডের ডা. মো. মাহমুদুল হাসান রিটন। এছাড়াও উপস্থিত ছিলেন রেনাটার ডা. আহমেদুর রহমান রানা, অ্যাভনের ডা. বিকাশ, প্ল্যানেট ফিডের ড. শফিকুল ইসলাম মিন্টু, নারিশ ফিডের ডা. সাজেদুল ইসলাম, পিয়ার টপের ডা. সৈয়দ মোস্তফা আলী শামিম, ডা. আবদুস সামাদ, ডা. জুয়েল কাদের, ডা. বায়েজিদ হোসেন এবং অনুষ্ঠানের আয়োজক ঢাকার উদ্যোক্তা ডা. কাজী আবু সাঈদ। এনজিও কর্মী ডা. আবদুল্লাহ আল মামুন ও পেট ক্লিনিকের মালিক ডা মো. কামরুজ্জামানও এই আনন্দঘন আড্ডায় শরিক হন।

অনুষ্ঠানে সাথীরা সাঁতার, অভিনয়, খাওয়া-দাওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের স্মৃতিচারণায় মেতে ওঠেন। ডা. বায়েজিদ হোসেন তাঁর নৃত্যশৈলী ও রসবোধ দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন। কাজী আবু সাঈদের আতিথেয়তায় এই সমাবেশ শেষ হয় রাজশাহীতে আগামী মিলনী এবং সিলেটে পারিবারিক সম্মেলনের সিদ্ধান্ত নিয়ে। কেউ কেউ এটিকে "ব্যাচেলর পার্টি" বা "ম্যারিড ব্যাচেলর পার্টি" বলে অভিহিত করলেও এটি ছিল মূলত এক নস্টালজিক স্মৃতিবিজড়িত মিলনমেলা।