বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজের চোখে শেরপুর-৩ আসন

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে মো. মাহফুজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করছেন। দলের মনোনয়ন পেতে তিনি কেন্দ্রীয়ভাবে জোরালো লবিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নির্বাচনী এলাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি এলাকায় নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে আগেই থেকে গরিব-দুঃখীদের আর্থিক সহায়তা করে আসছেন।

জানা গেছে, মাহফুজুর রহমান কর্মসূত্রে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া তারেক জিয়া প্রজন্ম দলের সম্মানিত উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এর আগেও তিনি নির্বাচনী এলাকা এবং যুক্তরাষ্ট্রে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন।

শেরপুর-৩ আসন নিয়ে মাহফুজুর রহমান জানান, স্বাধীনতার পর দেশের অনেক নির্বাচনী এলাকার উন্নয়ন হলেও এই অঞ্চলে তেমন উন্নয়ন হয়নি। এখনও গ্রামের অধিকাংশ মানুষ আধুনিক শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির বাইরে অবস্থান করছেন। সেই প্রত্যন্ত এলাকার মানুষের সেবার উদ্দেশ্যেই নির্বাচনে আগ্রহী, নিজের পকেট ভারী করার জন্য নয়।

তিনি আরও জানান, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে শেরপুর-৩ আসনকে এগিয়ে নিতে জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করতে হবে। সড়ক ও রেলপথের অবকাঠামো উন্নয়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আধুনিক কারিগরি শিক্ষা নিশ্চিতকরণ, কৃষির আধুনিকায়ন ও যন্ত্রপাতি সহজলভ্য করা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রয়োজন। এছাড়া, যুবকদের স্বল্পমেয়াদি ঋণের মাধ্যমে উদ্যোক্তা হতে আগ্রহী করে তুলতে হবে।

‌নির্বাচ‌নের প্রতিশ্রু‌তি দি‌য়ে মাহফুজুর রহমান জানান, জনতার ভোটে জয়ী হলে গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে ডিজিটাল শ্রেণিকক্ষ এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করব, যাতে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী ঝরে না পড়ে। গ্রামীণ জনগণের জন্য সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোতে আধুনিক চিকিৎসাসেবা সহজলভ্য করব। বেকার যুবকদের কর্মসংস্থান এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করব। কৃষিপণ্য বিপণনের জন্য বাজার ব্যবস্থার উন্নয়ন করব। নারীদের অধিকার নিশ্চিত করব। গারো পাহাড় ও বনাঞ্চল সংরক্ষণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করব। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ অবকাঠামোও উন্নয়ন করব।