শেকৃবি সাদা দলের সভাপতি আবুল বাশার; সাধারণ সম্পাদক নূর মহল

শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের শিক্ষক ড. মোছাঃ নূর মহল আখতার বানু।

শেকৃবি সাদা দলের এক কার্যনির্বাহী সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে রবিবার (১৮ মে) সাংবাদিকদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান সরকার ও এগ্রিকালচারাল বোটানী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে কৃষি পরিসংখান বিভাগ প্রফেসর মোঃ আব্দুল লতিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ প্রফেসর ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।