এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ১৯ মে ২০২৫ (সোমবার) ৫:০০ ঘটিকায় শেরোবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে ২০২৪-২০২৫ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলাটি নবাব রিাজ-উদ-দৌলা হল বনাম শেরেবাংলা হল এর মধ্যে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।
শরীরিক শিক্ষা বিভাগের এডিশনাল ডিরেক্টর মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসসি’র পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন, নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোষ্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, শেরেবাংলা হল এর প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সকল হলের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নূর উদ্দীন মিয়া।
খেলা প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়। আন্তঃহল ফুটবল টুর্নামেন্টেটি ৭ দিন ব্যাপি চলবে। আগামী ৩০ মে ২০২৫ তারিখ (শুক্রবার) বিকাল ৫:০০ ঘটিকায় আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।