মো: আমিনুল ইসলাম: গত ১৯-০৫-২০২৫ তারিখে পাবনা জেলার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে শিক্ষর্থীদের নিয়ে মাসব্যাপী “প্রিন্সিপাল কাপ“ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের সঅধ্যক্ষ কৃষিবিদ মো: মতলুবর রহমান।
টুর্নামেন্টে ৪ টি দল অংশগ্রহণ করে এবং রবিন লীগ পদ্ধতিতে দলগুলির মাঝে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে Flaming rocket টিম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান এর টার্গেট দেয়। প্রতিপক্ষ টিম sea lions ব্যাট করতে নেমে ৪৩ রান এ সব কয়টি উইকেট হারিয়ে ফেলে । এর ফলে Flaming rocket ১২৮ রানের বিশাল জয় পায় এবং বিজয় ২৪ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়। খেলায় সর্বোচ্চ রান করেন মারুফ, ৫ম পর্ব, সর্বোচ্চ উইকেট তুলে নেন আনিছ, ১ম পর্ব এবং ম্যান অফ দা ম্যাচ হিসেবে নির্বাচিত হয় জিল্লুর, ১ম পর্ব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুনরাই আগামী দিনের ভবিষ্যত। এই ধরণের আয়োজন ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ দিবে। সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলা তরুন ও যুব সমাজের শারিরীক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উন্মেষ ঘটায়। বর্তমানে তরুন ও যুবসমাজের অনেকই অনলাইন ভিত্তিক গেম এবং মাদকের নেশায় আসক্ত । এই বদ অভ্যাসের কারণে একদিকে যেমন শারিরীক বিকাশ বাধাগ্রস্থ হয় অপরদিকে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন সম্ভব হয় না। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগীতা , সৃজনশীল লেখনী , সাংস্কৃতিক অনুষ্ঠান ,বিভিন্ন গুরুত্বপূর্ন দিবস উৎযাপন সহ দেশের চিরায়ত শিক্ষা,সাংস্কৃতি ,ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন। তিনি বলেন আরোও বলেন, খেলাধুলার মাধ্যমে আগামীতে নতুন প্রজন্ম চিন্তাশীল, মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে ওঠার মাধ্যমে প্রকৃত দেশপ্রেমী নাগরিক হিসাবে গড়ে উঠতে সক্ষম হবে। তিনি ছাত্রদের এসকল কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহনের জন্য উদ্বুদ্ধ করেন এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে সঠিকভাবে শুদ্ধাচার অনুশীলনের জন্য আহবান জানান।
বিজয়ী দলের সদস্য মো: রাফিউল ইসলাম বলেন, “প্রিন্সিপাল কাপ /২০২৫” টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কয়েকটি দিন আমাদের সবার মাঝে সৃষ্টি করেছে চমৎকার এক বন্ধন, যেখানে ক্রীড়া, প্রতিযোগিতা এবং সৌহার্দ্যের অপূর্ব সমন্বয় আমরা প্রত্যক্ষ করেছি। এই টুর্নামেন্ট কেবল একটি খেলার আয়োজন ছিল না — এটি ছিল নেতৃত্ব, একাগ্রতা এবং সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল উদাহরণ। প্রতিটি দল তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে, এবং হার–জিতের বাইরে গিয়ে সবাই দেখিয়েছে সত্যিকারের খেলোয়াড়সুলভ মনোভাব। আশা করি এই টুর্নামেন্ট আমাদের মাঝে সুস্থ প্রতিযোগিতা ও সৌহার্দ্যের চেতনা আরও দৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে পধান অতিথি বিজয়ী ও বিজিত উভয় দলের অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় বিভিন্ন দলের টিম ম্যানেজার, শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী এবং বিপুল পরিমান দর্শক উপস্থিত ছিলেন।