এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে সুফী সাধক রকীব শাহ ও সুফীবাদের উপর রচিত ৩০টি বিষয়শ্রেণীর ৬০টি মূল্যবান বই প্রদান করেছে রকীব শাহ রিসার্চ সেন্টার, সিলেট ও রকীব শাহ পরিষদ। আজ দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক আয়োজনে এই বইসমূহ হস্তান্তর করা হয়। বইগুলো রকীব শাহ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ড. কাজী কামাল আহমদের তত্ত্বাবধানে প্রেরণ করা হয় এবং রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদের উপস্থিতিতে গ্রন্থাগারে সংরক্ষণের জন্য গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম এবং ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসার রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।
প্রদত্ত বইগুলো সুফী দর্শন, রকীব শাহের জীবনী, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যসহ ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এই বইসমূহ গবেষক, শিক্ষার্থী ও পাঠকদের জন্য সুফীবাদের গভীর দার্শনিক ও ঐতিহাসিক দিক অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
বই হস্তান্তর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ রকীব শাহ রিসার্চ সেন্টার ও পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই গ্রন্থসমূহ আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানান্বেষণে নতুন মাত্রা যোগ করবে এবং রকীব শাহের আদর্শ ও সুফী ভাবনার প্রতি আগ্রহ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক প্রফেসর ড. হাবিবুল ইসলাম আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানসম্পদ বিনিময়ের ধারা অব্যাহত থাকলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানবিক মূল্যবোধ ও গবেষণার পরিসর আরও সম্প্রসারিত হবে।