শেকৃবি’তে দুই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আজ ২১ মে ২০২৫ বিকাল ৩:০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ। কর্মশালাটি আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালার শিরোনাম ছিল “Rules, Regulations and Office Management for Quality Assurance at SAU”, যাতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৮০ জন কর্মকর্তা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতে প্রশিক্ষণকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে এবং পদোন্নতির ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি অংশগ্রহণকারীদের আহ্বান জানান, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় দিকনির্দেশনা প্রদান করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ আলাউদ্দিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অ্যাসোসিয়েট ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলম এবং সভাপতিত্ব করেন পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী।