
এগ্রিলাইফ২৪ ডটকম: দি ভেট এক্সিকিউটিভ-এর সদস্য ডা. মো: নাইম আকতার পলাশের ইন্তেকালে দি ভেট এক্সিকিউটিভ-এর গভীর শোক প্রকাশ করেছে দি ভেট এক্সিকিউটিভ। ডা. মো: নাইম আকতার পলাশ ১৬ নভেম্বর ২০২৫ বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরপুর ডেল্টা হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০১৬ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রি অর্জন করেন এবং ন্যাচার কেয়ার, অলটেক ও সর্বশেষ ট্রাওনিট্রেশনে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুরে। সদালাপি, সৎ ও অমায়িক এই মানুষটি সম্প্রতি তাঁর বাবাকে হারান এবং পরিবারের একমাত্র পুত্র ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি মা, স্ত্রী ও দুই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার যেমন গভীর শোকে নিপতিত হয়েছে, তেমনি পেশাজীবী মহলেও এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি হয়েছে।
দি ভেট এক্সিকিউটিভ সংগঠনের পক্ষ থেকে ডা. মোঃ রেজাউল করিম মিয়া, সভাপতি এবং ডা. মোহাম্মদ আল আমীন, মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন যেন আল্লাহ্ পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন এবং মরহুম ডা. নাইম আকতার পলাশকে বেহেশতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।
























