
এগ্রিলাইফ২৪ ডটকম: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ভেটেরিনারি ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)–এর উদ্যোগে দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর বাদ আসর ডিএলএস মসজিদে আয়োজিত অনারম্বর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যাবের মহাসচিব ডাঃ কবির উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক–১ এ্যাব শাহাদত হোসেন চঞ্চল, যুগ্ম আহ্বায়ক–৩ এ্যাব ড. শফিকুল ইসলাম শফিক, এ্যাব সদস্য কৃষিবিদ তৌহিদুল ইসলাম, বিভিএ’র উপদেষ্টা ডাঃ মোঃ মঞ্জু, দ্য ভেট এক্সিকিউটিভ–এর সভাপতি ডাঃ রেজাউল করিম মনি, সাধারণ সম্পাদক ডা. আল আমিন, ভ্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ মোজ্জাম্মেল হক খান সোহেল, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডাঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদত হোসেন পারভেজ, ডাঃ মওদুদুর রহমান খান, ডাঃ জহির, ডাঃ লিংকন, ডাঃ ইমরান পারভেজ, ডাঃ মামুনুর রশিদ সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
























