বিএলআরআইতে 'বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৫' এর সমাপনী অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত 'বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৫' সমাপনী অনুষ্ঠান গত ২৩/১০/২০২৫ খ্রি. তারিখ বিএলআরআই এর মূল কেন্দ্র সাভারে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই কর্মশালাটির সমাপনী ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. ইমাম উদ্দীন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব শাহ আলম মুকুল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

অনুষ্ঠানের শুরুতেই দুইদিনব্যাপী চলা এই কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশমালা উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান। সুপারিশমালা উপস্থাপনের পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। পর্বটি পরিচালনা করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. ইমাম উদ্দীন কবীর বলেন, গবেষণা এবং উন্নয়ন ছাড়া কোন শিল্প বা প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। তাই গবেষণায় আমাদের আরও জোর দিতে হবে। পাশাপাশি গবেষণা সংক্রান্ত লেখা নিয়মিত প্রকাশ করতে হবে।

এসময় তিনি আরও বলেন, দুই দিনব্যাপী কর্মশালায় যে সব সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত মূল্যবান। এসকল সুপারিশ অনুসরন করা গেলে বিএলআরআই এর গবেষণার মানোন্নয়ন ঘটানো সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীগণ যে সকল সুপারিশ প্রদান করেছে, বিএলআরআই এর সক্ষমতা সাপেক্ষে সেসব বিষয়কে গুরুত্ব দিয়ে অগ্রাধিকারভিত্তিতে গবেষণা কার্যক্রম গ্রহণ করবে। প্রাণী ও পোল্ট্রি খাদ্যের দাম কমানোর লক্ষ্যে গবেষণা কর্মপরিকল্পনা গ্রহণে বিএলআরআই অচিরেই স্টেকহোল্ডার সভা আয়োজন করবে। পাশাপাশি অতি দ্রুত সময়ের মধ্যে বিএলআরআই উদ্ভাবিত H9N2 ভ্যাকসিনটি হস্তান্তর করা হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েও অতিদ্রুত এ সংক্রান্ত গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করা হবে।

বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৫ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাণী ও পোল্ট্রি উৎপাদন ও খামার ব্যবস্থাপনার সাথে জড়িত বিশেষজ্ঞ এবং সংগঠনের প্রতিনিধিবৃন্দ, খামারি এবং বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

উদ্বাধনী অনুষ্ঠানের পরে শুরু হয় কারিগরি সেশন। এবারের কর্মশালায় ছয়টি সেশনে সর্বমোট ৩৩ (তেত্রিশ) টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে প্রথম দিনে "অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং অ্যান্ড জেনেটিকস" শীর্ষক প্রথম সেশনে ০৬ (ছয়) টি, "অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ডিজিজ অ্যান্ড হেলথ" শীর্ষক দ্বিতীয় সেশনে ০৬ (ছয়) টি এবং "এনভায়রনমেন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট" শীর্ষক তৃতীয় সেশনে ০৫ (পাঁচ) টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। কর্মশালার দ্বিতীয় দিনে "বায়োটেকনোলজি অ্যান্ড ডেইরি রিসার্চ" শীর্ষক চতুর্থ সেশনে ০৬ (ছয়) টি, "নিউট্রিশন, ফিডস অ্যান্ড ফিডিং ম্যানেজমেন্ট" শীর্ষক পঞ্চম সেশনে ০৫ (পাঁচ) টি এবং "সোশিও-ইকোনোমিকস অ্যান্ড ফার্মিং সিস্টেম রিসার্চ" শীর্ষক ষষ্ঠ ও সর্বশেষ সেশনে ০৫ (পাঁচ) টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি কর্মশালায় বিএলআরআই এর চলমান বিভিন্ন গবেষণার উপর মোট ৬১ (একষট্টি) টি পোস্টারও প্রদর্শন করা হয়।

গত ২২/১০/২০২৫ খ্রি. তারিখে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই কর্মশালাটির উদ্বোধন ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।