সারাদেশে প্রথমবারের মতো ‘বিতর্কের মেন্টরশিপ ট্রেইনিং প্রোগ্রাম’ আয়োজন করল এনডিএফবিডি চট্টগ্রাম জোন

ক্যাম্পাস প্রতিনিধি: দেশের বিতর্ক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) চট্টগ্রাম জোন। সারাদেশে প্রথমবারের মতো তারা আয়োজন করেছে ‘বিতর্কের মেন্টরশিপ ট্রেইনিং প্রোগ্রাম’, যা বিতর্ক শিক্ষার প্রসার ও প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC) ক্যাম্পাসে, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বর্তমান ও সাবেক বিতার্কিকসহ ৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিএফবিডি চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক ও ওয়ান হেলথ ইনস্টিটিউট সিভাসুর কমিউনিকেশন সেলের কার্যনির্বাহী সদস্য মোঃ শাহারিয়ার হোসেন তালুকদার।

কর্মশালায় বিতর্ক প্রশিক্ষণের আধুনিক কৌশল, মূল্যায়ন পদ্ধতি ও বাস্তব প্রয়োগ নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়। শেষে সেরা পারফরম্যান্সের জন্য ছয়জন প্রশিক্ষককে পুরস্কৃত করা হয়। আয়োজনের নেতৃত্ব ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এনডিএফবিডি’র কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম জোন প্রধান সিনিয়র মেন্টর জনাব জুয়েল চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক ড. আহসানুল হক। তিনি বলেন, “বিতর্ক তরুণদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্ব বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। এনডিএফবিডি চট্টগ্রাম জোনের এই উদ্যোগ নিঃসন্দেহে জাতীয় পর্যায়ে নতুন উদাহরণ তৈরি করবে।”

এছাড়াও উপস্থিত ছিলেন ইউএসটিসি’র লেকচারার গাজী ওয়াফা আকবর এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির লেকচারার নাইম আহসান তালহা। তাঁরা উদ্যোগটির প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে এনডিএফবিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব বলেন, “চট্টগ্রাম জোনের এই ঐতিহাসিক আয়োজন দেশের বিতর্ক আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

এনডিএফবিডি চট্টগ্রাম জোন আশা করছে, এই ‘বিতর্কের মেন্টরশিপ ট্রেইনিং প্রোগ্রাম’ যুক্তিনিষ্ঠ, নেতৃত্বসম্পন্ন তরুণ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।