পাবনায় বিশ্ব খাদ্য দিবস ২০২৫ পালিত

মোঃ গোলাম আরিফ: “হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোম্বর) উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম; অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক(উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ ফাহমিদা নাহার ও কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু।

সভায় সম্মানিত অতিথিবৃন্দ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আলাচনা করেন। এসময় অতিথিবৃন্দ বলেন, বিশ্ব খাদ্য দিবস পালনের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। এই দিনটির মাধ্যমে ক্ষুধা ও অপুষ্টি নির্ম‚ল করা এবং আন্তর্জাতিক সচেতনতা গড়ে তোলার একটি সুন্দর সুযোগ। আজকের বিশ্বে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি জনস্বাস্থ্যের ক্ষেত্রেও খাদ্য ও পুষ্টি অপরিহার্য। নিরাপদ খাদ্যের অভাব, পুষ্টির ঘাটতি এবং খাদ্য ব্যবস্থার টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। কেননা এই খাদ্যই আমাদের শরীর গড়তে এবং ভাঙতে পারে। এজন্য পরিস্থিতি মোকাবেলায় উচ্চমূল্যের ফসল হিসেবে বস্তায় আদা, মরিচ চাষ এবং আবাদি ও অনাবাদি জমির সঠিক ব্যবহারসহ খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।

আলোচনার শুরুতে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা “হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” প্রতিপাদ্যের উপর কৃষি তথ্য সার্ভিস কর্তৃক নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করেন।