এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, আমাদেরকে ইসলামের আদর্শ সমুজ্জ্বল রাখতে কাজ করতে হবে। সত্যের ধারা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। প্রিয় নবীর আদর্শকে ধারণ করে আমাদের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করতে হবে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হজ্ব ও হজ্ব পরবর্তী করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিকৃবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে হজ্ব বিষয়ক বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহেল বাকী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিকৃবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হারুন-অর-রশীদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।