বিশ্ব পোলিও দিবসে রাজশাহীতে রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: পোলিওমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার

এগ্রিলাইফ২৪ ডটকম: ‘পোলিওমুক্ত বিশ্ব’ গঠনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাব ও রাজশাহী আইপিএসএ (RIPSA)-এর যৌথ উদ্যোগে আজ একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকাল ৯টায় আলুপট্টি থেকে শুরু হয়ে শূন্যবিন্দু পর্যন্ত শহরের প্রধান সড়কগুলো পরিক্রম করে এই র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী আইপিএসএ-এর কো-অর্ডিনেটর ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সদস্য পিপি রোটারিয়ান এম. এ. মান্নান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে পোলিও বিষয়ক বক্তব্য প্রদান করেন রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের পিপি রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।

এসময় রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. শরিফুল হক, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আতিকুর রহমান, ট্রেজারার রোটারিয়ান ড. তহসিনা রহমান তাসু এবং সদস্যবৃন্দ রোটারিয়ান আবুল বাসার ও রোটারিয়ান মোহনা উপস্থিত ছিলেন।

অন্যান্য রোটারি ক্লাবের মধ্যে আরআরসি রাজশাহী, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী এবং রোটারি ক্লাব মেট্রোপলিটন রাজশাহীর সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও, রোটার্যাক্ট ক্লাব অব অ্যাপ্রোচ এবং রোটার্যাক্ট ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্যরা এই পোলিও দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা দেখান।

রোটারি ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী ‘এন্ড পোলিও নাও’ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর এই যৌথ আয়োজন পোলিও রোগটি নির্মূলে চূড়ান্ত সাফল্য অর্জনের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, রোটারি ১৯৮৫ সালে তার পোলিওপ্লাস কর্মসূচি শুরু করে এবং ১৯৮৮ সালে গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ (GPEI)-এর সহ-প্রতিষ্ঠাতা হয়। তারপর থেকে, রোটারি ও তার অংশীদারদের পোলিও আক্রান্তের সংখ্যা ৯৯.৯% এরও বেশি হ্রাস পেয়েছে। রোটারি সদস্যরা এই পক্ষাঘাতগ্রস্থ রোগটি থেকে ১২২টি দেশের প্রায় ৩ বিলিয়ন শিশুকে রক্ষা করতে ২.৬ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ও অগণিত স্বেচ্ছাসেবক সময় দান করেছেন।