বরিশালে বাংলাদেশ প্যাথলজিক্যাল সোসাইটির সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ প্যাথলজিক্যাল সোসাইটির আলোচনা সভা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাগরদিতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিস ফ্যাকাল্টির ডীন প্রফেসর ডক্টর এম. সালাহউদ্দিন এম. চৌধুরী।

ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুহম্মাদ আশিক ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. শহিদুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) প্রফেসর ড. রুবেল মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পবিপ্রবির প্রফেসর ড. জিহাদ পারভেজ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্লান্ট প্যাথলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান, পবিপ্রবির সহকারী অধ্যপক মরিয়ম আক্তার মৌসুমী প্রমুখ। সভায় শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী; ব্রি, বিএআরআই এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাসহ ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের দেশে ফসল উৎপাদনের সময় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কিছু ভয়াঙ্কর রোগও আছে। এ কারণে অনেক পণ্য বিশেষ করে ফলজাতীয় ফসলের রফতানি দিন দিন কমে যাচ্ছে। তাই ফসলকে নিরাপদ রাখতে রোগপ্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আর এ কাজে সহায়তার জন্য বাংলাদেশ প্যাথলজিক্যাল সোসাইটিকে এগিয়ে আসবে হবে সবার আগে। তা না হলে কোভিডের মতো পরিস্থিতি যদি ফসলের ক্ষেত্রে হয়, তখন না খেয়েই মরতে হবে।