এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের রোটারি জেলা-৬৪ এর রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর উদ্যোগে, ভারতের রোটারি জেলা-৩২৯১ এর রোটারি ক্লাব অব ডোমকল মুর্শিদাবাদের বেলডাঙ্গা আই হসপিটাল এর সহযোগিতায় এবং হোসনেয়ারা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অদ্য ১৮ই জুন ২০২৪ সকাল ১০ঃ০০ ঘটিকায় মীর আইয়ুব আলী বিদ্যানিকেতনে রোটারি জয়েন টেলিমেডিসিন সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ২০২৩ ২০২৬ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ এবং ৬৫ রোটারিয়ান মিস্টার আশীষ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ শাহ আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু , ক্লাব ডিরেক্টর ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোটারিয়ান ড. গোলাম মাওলা, রাজশাহী সিটি কর্পোরেশনের ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শিউলি বেগমে, হোসনেয়ারা ফাউন্ডেশনের পরিচালক মীর শফিকুল ইসলাম মিলন।
রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফের সভাপতিত্ব উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের চেয়ারম্যান শামীম আরা মায়া ।
উদ্বোধক রোড রোটারিয়ান ঘোষ বলেন প্রকল্পটি দুই দেশের যোগাযোগ বৃদ্ধিসহ আর্ত মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি বাংলাদেশে নিযুক্ত রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি প্রফেসর ড. সৈয়দ শাহ আলম বলেন আমরা পাচটি জিরো নিয়ে কাজ করছি, যাতে অত্যন্ত দরিদ্র মানুষকে সহযোগিতা করার বিষয়টি সংযুক্ত আছে। পরিবেশ দুষনকে শূন্যের কাতারে আনতে, অশিক্ষার হার কে শূন্যে আনতে, ক্ষুধা এবং দারিদ্র্যকে শূন্যে আনতে আমরা একটি ফাউন্ডেশন করতে যাচ্ছি ‘নেট জিরো ফাউন্ডেশন’। আশা করি রোটারি ইন্টারন্যাশনাল এবং এই প্রতিষ্ঠানটি একুভূতভাবে কাজ করলে হোসনেয়ারা ফাউন্ডেশনের মতো ছোট্ট ছোট্ট উদ্যোগ আমাদের দেশ থেকে এই ধরনের সমস্যাকে দূর করে শূন্যের কাছাকাছি আনতে সম্ভব হবে।
বেলডাঙ্গা আই হসপিটাল এর চেয়ারম্যান রোটারিয়ান নাসিম হায়দার বলেন টেলিমেডিসিন সার্ভিস একটি গুরুত্বপূর্ণ সেবা একেবারে স্বল্প খরচ বা বিনামূল্যে একটি দেশের রোগীদের অন্য কোন দেশের ডাক্তারের মাধ্যমে সেবা প্রদান করা খুবই সহজ । তিনি এই প্রকল্পকে সুষ্ঠভাবে পরচালনার দিকনির্দেশনা প্রদান করেন।
ক্লাব চার্টার প্রেসিডেন্ট বলেন, নতুন ক্লাব হিসেবে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের ডাক আশা তৈরী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আমরা সকল সহযোগী সংগঠনকে এই ছাতার নিচে পাবো। এছাড়া ডঃ মাওলা বলেন আমরা একেবারে পৃথিবী থেকে ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা ও পলিউশনকে দূর করতে পারবো না, তবে তা সহ্য সীমার মধ্যে আনতে আমরা সকল সমমনা সংগঠনগুলো সঙ্গে কাজ করতে পারি। এইজন্য তিনি সমর্থবান ব্যক্তিদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্লাব প্রেসিডেন্ট ডঃ আরিফ বলেন, আজকে আমি অনেকটাই গর্বিত এবং আশান্বিত বিশেষ করে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর স্পেশাল রিপ্রেসেন্টেটিভ রোটারিয়ান আশীষ ঘোষ, প্রধান অতিথি সৈয়দ শাহ আলম, অন্যান্য সদস্য এবং বেলডাঙ্গা আই হসপিটাল এর চেয়ারম্যান নাসিম হায়দার, প্রেসিডেন্ট জামাল উদ্দিন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ওয়াসিকুর রহমান, বেলডাঙ্গা আই হসপিটাল এর ডা. তারেক আহম্মদ সহ উপস্থিত সকলের প্রতি।