রাজধানী প্রতিনিধি: এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস্ লিঃ দেশের আপামর খামারীদের মাঝে উচ্চ পুষ্টিমান সম্পন্ন ফিড নব উদ্যোমে বাজারজাত শুরু করেছে। সবসময় খামারিদের কথা চিন্তা করে গুনগত মানের খাবার খামারিদের হাতে তুলে দেয় এ্যাডভান্সড ফিড। আজ রাজধানীর উত্তরার একটি রেষ্টুরেন্টে আয়োজিত কোম্পানীর Monthly sales meeting-এ এসব কথা বলেন কোম্পানীর পরিচালকবৃন্দরা।
দিনব্যাপি আয়োজিত এ সম্মেলনে উপস্থিত মোঃ নাসির উদ্দিন - ব্যবস্থাপনা পরিচালক, মোঃ জাহাঙ্গীর আলম - ডাইরেক্টর অপারেশন , মোঃ নাজমুস সাকিব - পরিচালক, মোঃ শাহাদাত হোসেন তৌফিকী - সিইও নানা বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
প্রতি মাসে দশ হাজার মেট্রিক টন ফিড বিপনণের লক্ষমাত্রা নিয়ে খামারীদের আরো কাছে আসতে চায় এ্যাডভান্সড ফিড। তাদের পণ্য বহরে এখন রয়েছে উচ্চ পুষ্টিমান সম্পন্ন ভাসমান ও ডুবন্ত মাছের খাদ্য ও মুরগীর খাদ্য। আরো রয়েছে এ্যাডভান্সড ক্যাটেল ফিড ( দুধ এবং মাংসের জন্য)। দক্ষ বিশেষজ্ঞ ও অটোমেটিক মেশিনে প্রস্তুত এসব খাবার খামারীদের কাংখিত উৎপাদন নিশ্চিত করবে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কোম্পানীর বিভিন্ন পর্যায়ের ৫০ জন কর্মকর্তা এ সম্মেলনে যোগদান করেন।