"কৃষিতে নিরাপদ ও মানসম্পন্ন রাসায়নিকের ব্যবহার" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ ডটকম: রাজধানীতে "Made in Bangladesh" শ্লোগানে "কৃষিতে নিরাপদ ও মানসম্পন্ন রাসায়নিকের ব্যবহার" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আফম বাহাউদ্দিন নাসিম প্রশাসনিক ভবনের সেমিনার রুমে ৩০ জুন, (রবিবার) দুপুর ২.৩০ টায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বালাইনাশক উৎপাদনকারীদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশন (BAMA) এবং কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর যৌথ আয়োজনে এবং বাণিজ্য মন্ত্রনালয়ধীন এগ্রো প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি)-এর সহযোগিতায় কর্মশালায় কর্মশালায় শেকৃবি'র মাস্টার্সের ছাত্র-ছাত্রীরা ছাত্রীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিরাপদ ভাবে কৃষি রাসায়নিকের ব্যবহার- এর পাশাপাশি "Made in Bangladesh" তথা বাংলাদেশে তৈরি বালাইনাশক এর ব্যবহার এর উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও বাংলাদেশের বালাইনাশক উৎপাদনকারীদের নানাবিধ সমস্যা নিয়ে BAMA-এর বিভিন্ন ধরনের কার্যক্রম এই কর্মশালায় তুলে ধরা হয়।

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশন (BAMA)-এর সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মো: শহীদুর রশীদ ভুঁইয়া।

কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো: তাজুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেকৃবি'র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অলক কুমার পাল, ট্রেজারার প্রফেসর ড. মো: নজরুল ইসলাম এবং মোহাম্মদ আনিসুর রহমান খান, উপ-পরিচালক, এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (APBPC) ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: আব্দুর রাজ্জাক, ডীন, পোস্ট গ্র্যাজুয়েট,,মো: আমিনুল ইসলাম- সদস্য বামা ও এম এ মান্নান, সাধারণ সম্পাদক, বামা।

"Made in Bangladesh" শ্লোগানে পথচলা বাংলাদেশের বালাইনাশক উৎপাদকারী প্রতিষ্ঠানসমূহের গঠিত সংগঠন "বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারাস এসোসিয়েশন (BAMA) কর্তৃক আয়োজিত এবং বাণিজ্য মন্ত্রণালয়ধীন এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (APBPC) এর সহযোগিতায় দেশব্যাপি আয়োজিত ৬ টি কর্মশালার মধ্যে এ কর্মশালাটি ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েi বিভিন্ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের নিয়ে যাতে শিক্ষার্থীরা পরবর্তীতে বিজ্ঞান সম্মত উপায়ে কৃষি ও কৃষকের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে পারে।

দেশে খাদ্য নিরাপত্তা সুসংহত রাখার জন্য প্রথমেই প্রয়োজন দেশেই বালাইনাশক এর উৎপাদন। দেশব্যাপী খাদ্য নিরাপত্তা জোরদারে BAMA এর বিভিন্ন কার্যক্রম (১. কাঁচামাল আমদানিতে সোর্স উন্মুক্তকরণ, ২. NOC গ্রহণের জটিলতা নিরসন, ৩. দেশীয় বালাইনাশক ম্যানুফ্যাকচারার্স কর্তৃক উৎপাদিত বালাইনাশকসমুহ স্থানীয় বাজারে বিক্রয়ের বিধিবিধান ৪. পেটেন্ট স্বত্ব বিষয়ক বাধ্যবাধকতা আরোপ জনিত সমস্যা ৫.বালাইনাশক কারিগরী উপদেষ্টা কমিটি (PTAC)-তে বাংলাদেশ এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (BAMA)-এর প্রতিনিধি রাখা ইত্যাদি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মশালায় আশাবাদ ব্যক্ত করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম চৌধুরী, কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল এগ্রিকেয়ার এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কৃষিবিদ মো: আবুল হাসান মোস্তফা কামাল।