এগ্রিলাইফ২৪ ডটকম: উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি দপ্তর গফরগাঁও ময়মনসিংহের উদ্যোগে লাইভস্টক ও ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতাধীন প্রডিউসার গ্রুপ এর ১২০ জন গবাদি প্রাণীর খামারি ত্রিশাল, ময়মনসিংহে অবস্থিত ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান এক্সেল ফিড মিল এ এক্সপোজার ভিজিট করে।
আজ বুধবার (৩ জুলাই) পরিদর্শনকালে খামারিরা গবাদি প্রাণী, পোল্ট্রি ও মাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া স্বচক্ষে অবলোকন করেন। এসময় ইউএলও গফরগাঁও ডা. আরিফুল ইসলাম খামারিদের আধুনিক প্রযুক্তিতে গবাদি প্রাণীর খাদ্য উৎপাদনে ফিড মিলের ভূমিকা তুলে ধরেন।
এক্সেল ফিড মিলের প্লান্ট ম্যানেজার জনাব সাজ্জাদ হোসেন পোল্ট্রি, গবাদী প্রাণী ও মৎস্য খাদ্য উৎপাদনের প্রক্রিয়া এবং রেডি খাদ্য কিভাবে প্রাণীর উৎপাদন ক্ষমতা বাড়ায় তা খামারিদের বিশদভাবে আলোচনা করেন। ইয়ন ফিড কিভাবে হালাল ও নিরাপদ খাদ্য উৎপাদন এবং দেশব্যাপী খামারিদের কাছে পৌঁছায় তা তুলে ধরেন কিউসি ম্যানেজার কৃষিবিদ নাজমুল ইসলাম। খামারিরা ফিড মিলের উৎপাদন সম্পর্কে এই প্রথম স্বচক্ষে দেখে উৎসাহ প্রকাশ করেন কারণ তারা রেডি ফিড সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা পোষণ করেন এবং প্রাণী সম্পদ দপ্তর ও এক্সেল ফিড মিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলইও সুমাইয়া ইয়াসমিন ইতি, প্লান্ট ইঞ্জিনিয়ার মাসুম আলী, ইয়ন ফিডের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, মোঃ সালাউদ্দিন,ইয়ন এনিম্যাল হেলথ এর ময়মনসিংহ রিজিওনের আরএসএম মোঃ শাহ আলম সহ এলডিডিপি প্রকল্পের গফরগাঁও উপজেলার এবং এক্সেল ফিড মিলের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।