কোস্ট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রকল্প সমূহের বিভিন্ন ইন্টারভেনশন পরিদর্শন

এগ্রিলাইফ২৪ ডটকম: গত ০৭ জুলাই ২০২৪ ইং, কোস্ট ফাউন্ডেশন, কক্সবাজার কর্তৃক পরিচালিত RMTP-Safe Poultry প্রকল্পের বিভিন্ন ইন্টারভেনশনগুলো পরিদর্শন করেন, PKSF এর সম্মানিত বোর্ড মেম্বার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, মিসেস মাহমুদা বেগম । এসময় উপস্থিত ছিলেন RMTP Poultry প্রকল্পের ফোকাল এবং সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট ডক্টর ফারুক আলম। সাথে ছিলেন জনাব শেখ নজরুল ইসলাম এপিসি -RHL প্রজেক্ট।

এসময় RMTP প্রকল্পের অন্যতম ইন্টারভেনশন চিকেন কুপ মডেল এবং পোল্ট্রি ডায়গনস্টিক ল্যাব পরিদর্শন করেন। এছাড়াও কোস্ট ফাউন্ডেশন কতৃক পরিচালিত কোস্ট ক্র‍্যাব হ্যাচারী উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করে উর্ধতন কর্মকর্তারা খুবই মুগ্ধ হন। পরিদর্শনকালে মিসেস মাহমুদা বেগম তাঁর কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার এবং পরামর্শ প্রদান করেন। পাশাপশি সংশ্লিষ্ট উদ্যোগ এবং উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন।

কোস্ট ফাউন্ডেশন-এর পক্ষে উপস্থিত ছিলেন, ডেপুটি ডিরেক্টর- এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট জনাব বারেকুল ইসলাম চৌধুরী, RMTP প্রকল্প ব্যবস্থাপক মোঃ নুরে আলম। RHL ট্যাকনিক্যাল অফিসার(একুয়া:) জনাব আবু নাঈম এবং অন্যান্য কর্মকর্তাগন।