৯,৫০০ পোল্ট্রি খামারী ও উদ্যোক্তাদের মাঝে উন্নততর প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ দিবে কোস্ট ফাউন্ডেশন

এগ্রিলাইফ২৪ ডটকম: কোস্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) , ডানিডা ও পিকেএসএফ'র আর্থিক ও কারিগরি সহায়তায় বিগত ৩০ জুন ২০২৪, রবিবার থেকে কক্সবাজারে "পোল্ট্রি বিষয়ে উন্নততর প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ" শুরু হয়েছে।

রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)-পোল্ট্রি প্রকল্পের আওতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার প্রকল্পভুক্ত ৯,৫০০ পোল্ট্রি খামারী ও উদ্যোক্তাদের মধ্যে ৩৬০ ব্যাচে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ্যাডভান্সড ট্রেনিং অন পোল্ট্রি ফার্মিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটিতে পোল্ট্রি পালন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। এছাড়া প্রাণি নির্বাচনে (দেশি মুরগি/সোনালী মুরগি/কালার ব্রয়লার/বাউব্রো/মাল্টি কালার টেবিল চিকেন/বাণিজ্যিক ব্রয়লার/বাণিজ্যিক লেয়ার বাছাইয়ে বিবেচ্য বিষয়গুলি প্রশিক্ষণে উপস্থাপন করা হয়। পোল্ট্রির বাসস্থান ও সাধারণ ব্যবস্থাপনা, স্বল্প খরচে আদর্শ খামার নির্মাণ, পোল্ট্রির খাদ্য-পানি এবং আলো ব্যবস্থাপনা সম্পর্কে কারিগরি ধারনা প্রদান করা হয়।

এছাড়া জৈব নিরাপত্তা, টিকা প্রদান, বিশেষ বিশেষ রোগের লক্ষণ ও প্রতিকার, তথ্য সংরক্ষণ, মুরগির ডিম পরিবহন এবং খামার যান্ত্রিকীকরণ, গুড এগ্রিকালচারাল প্রাকটিস ইন পোল্ট্রি ফার্মিং এবং গ্লোবাল গ্যাপ (পোল্ট্রি) প্রিন্সিপ্যাল ইত্যাদি বিষয়ে আলোচনা ও সম্মুখ ধারণা প্রদান করা হচ্ছে বলে জানান কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা।

উক্ত প্রশিক্ষণগুলো উপজেলা/জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন এবং পশুপালন/ভেটেরিনারি বিষয়ে ডিগ্রীপ্রাপ্ত প্রশিক্ষক/গ্লোবাল গ্যাপ মাষ্টার টেইনার (বিএসসি ইন এইচ/ডিভিএম) এর মাধ্যমে পরিচালনা করা হবে।