এগ্রিলাইফ২৪ ডটকম: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান এক্সেল ফিড লিমিটেড এর উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প কর্তৃক প্রডিউসার গ্রুপের ১৬০ জন গবাদী প্রাণী খামারির অংশগ্রহণে পিজি খামারি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১১ জুলাই ২০২৪, ময়মনসিংহ জেলার ত্রিশালে অবস্থিত এক্সেল ফিড মিলে খামারি কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি পিজি খামারিরা ফিড মিলের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় খামারিরা গবাদি প্রাণী, পোল্ট্রি ও মাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া স্বচক্ষে অবলোকন করেন এবং কুইজে অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় আধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রাণী খাদ্য উৎপাদনের পাশাপাশি খামারিদের নিকট গুণগতমান সম্পন্ন রেডি ফিড সরবরাহে ফিড মিলের ভূমিকা সম্পর্কে অবগত করেন গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারুন-উর রশিদ।
পোল্ট্রি, গবাদিপ্রাণি ও মৎস্য খাদ্য উৎপাদনের প্রক্রিয়া, বিপণন এবং রেডি খাদ্য কিভাবে প্রাণীর উৎপাদন ক্ষমতা বাড়ায় এ সম্পর্কে বিশদ ধারণা প্রদান করেন এক্সেল ফিড মিলের প্লান্ট ম্যানেজার সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, এক্সেল ফিড সর্বদাই প্রাণিসম্পদ ও মৎস্য সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি খামারিদের লাভবান করতে শতভাগ নিরাপদ ও হালাল ফিড উৎপাদন ও খামারিদের কাছে সরবরাহ করে আসছে। আমরা ফিডের কোয়ালিটির ব্যাপারে কখনই কম্প্রোমাইজ করিনা। ইনশাআল্লাহ এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মশালায় ইয়ন ফিড কিভাবে হালাল, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য দেশব্যাপী খামারিদের দ্বারপ্রান্তে পৌঁছায় তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন কিউসি ম্যানেজার কৃষিবিদ নাজমুল ইসলাম। এসময় খামারিরা স্বচক্ষে ফিড মিলের উৎপাদন কার্যক্রম দেখার পাশাপাশি ফিড উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পেরে উৎসাহ প্রকাশ করেন। ফিড মিল পরিদর্শনের আগে রেডি ফিড সম্বন্ধে ভ্রান্ত ধারণা ছিল বলেও তারা জানান। পাশাপাশি ভ্রান্ত ধারণা ভুল প্রমাণিত করার জন্য প্রাণী সম্পদ দপ্তর ও এক্সেল ফিড মিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত কর্মশালা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ইউএলও ডাঃ নাজনীন সুলতানা, গৌরীপুরের এলইও, প্লান্ট ইঞ্জিনিয়ার মাসুম আলী, ইয়ন ফিডের ডিভিশনাল ম্যানেজার কামাল আহমেদ, এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, মাহিদুর রহমান, পিজি গ্রুপের লিডার সহ এলডিডিপি প্রকল্পের গৌরীপুর ও ত্রিশাল উপজেলা এবং এক্সেল ফিড মিলের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।