বরিশালে কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর খামারবাড়িতে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএইর উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মুছা ইবনে সাঈদ, গৌরনদীর উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখ, আগৈলঝাড়ার উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার কপিল বিশ^াস, কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান, বানারীপাড়ার কৃষি সম্প্রসারণ অফিসার তনয় সিংহ, হিজলার কৃষি সম্প্রসারণ অফিসার শামীম আফ্রিদি, মেট্টোপলিটন কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। সভায় ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভাপতি বলেন, বরিশালের আমড়া জিআই পণ্য হিসেবে ব্রান্ডিং হওয়ায় এর আবাদ এবং উৎপাদন উভয়ই বাড়াতে হবে। আর তা বাস্তবায়নে চলতি মৌসুমে জেলার প্রত্যেক উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে জনপ্রতি ১ শ’ আমড়া গাছের চারা লাগানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের নির্দেশনা দেন। সভায় আমন মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।