শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:জুলাই-আগস্ট ২০২৪ সালে শহীদ হওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বাদ মাগরিব শাজাহানপুরের নয়মাইলস্থ মারকাজ আ:শাকুর হাফেজিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন,সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র,জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম-সম্পাদক জিহাদ হোসেন ও ইনসান আলী, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, আব্দুল মোমিন, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান আশিক, সোহেল রানা, মিনহাজুর রহমান, ইকবাল হোসেন বাপ্পী, আসিফ, সজিব, মাহিম, জাবির মাহমুদ জিয়াম, রোম্মানসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাতে জুলাই-আগস্ট ২০২৪ সালে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।