শাজাহানপুরে ইউএনও-এর সহায়তায় পরীক্ষা কেন্দ্রে ফিরলেন এক পরীক্ষার্থী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে একজন এইচএসসি/আলিম পরীক্ষার্থীকে তার পরিবার পরীক্ষাকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এমন অভিযোগ পেয়ে মেয়েটির বাড়িতে যানছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় উপজেলার গোহাইল ইউনিয়েন খাদাশ গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে অভিযোগের ঘটনার সত্যতা পেয়ে তার অভিভাবকদের থেকে মুচলেকা নেওয়া হয় এই মর্মে যে তার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সে বাবার বাড়ি থেকে পরীক্ষা দিবে এবং পরীক্ষা শেষে তাকে শ্বশুরবাড়ি প্রবেশে শ্বশুরবাড়ির কেউ বাধা প্রদান করবে না। এরপর সেই আলিম পরীক্ষার্থীকে সংগে নিয়ে ফুলতলা আহমাদিয়া মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া সুলতানা,থানার উপপরিদর্শক পুলিশ সহ সঙ্গীয় র্ফোস,স্থানীয় মেম্বার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদারতা এবং শক্ত হস্তক্ষেপে আলিম পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। তার জীবন থেকে একটি বছর মুছে যায়নি। এজন্য সেই শিক্ষার্থী নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।